ম্যাঙ্গো লাচ্ছি বানানোর সহজ রেসিপি
সংগৃহীত : ছবি
উপকরণ
- আম কিউব আধা কাপ,
- টক দই ১ কাপ,
- কুলফি আইসক্রিম ২ স্কুপ,
- লেবুর রস ১ টেবিল চামচ,
- বিট লবণ আধা চা চামচ,
- চেরি (সাজানোর জন্য) ৪টি,
- চিনি ৪ টেবিল চামচ,
- পানি ১ কাপ,
- বরফ আধা কাপ।
যেভাবে তৈরি করবেন
- চেরি ছাড়া বাকি সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
- এবার চেরি দিয়ে সাজিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।