মশা খুবই যন্ত্রণাদায়ক পতঙ্গ। মশা বিভিন্ন রোগ-জীবাণু ছড়ায়। মশার কামড়ে অনেক সময় মানুষের মৃত্যুও হয়। ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, পীতজ্বর, জিকা ভাইরাস, চিকুনগুনিয়া প্রভৃতি মশার কামড়ে হয়ে থাকে। মসা তাড়ানোর বিভিন্ন ঔষুধ, কয়েল, স্প্রে বাজারে পাওয়া যায়। কিন্তু এগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। তাই প্রাকৃতিক উপায়ে মসা তাড়ালে স্বাস্থ্যের কোন ক্ষতি হবেনা। তাই এ ক্ষতিকর প্রাণী ঘর থেকে তাড়াতে কিছু ঘরোয়া উপায় জেনে নিন-
লেবু দিয়ে মশা তাড়ানোর উপায়ঃ
- লেবুর মাঝ বরাবর দিয়ে কেটে এর ভিতরে লবঙ্গ গেথেঁ দিন। লবঙ্গ এমন ভাবে ঢুকাতে হবে যেন এর মাথার দিক বাইরে থাকে।
- এরপর এই লেবুর টুকরাগুলো ঘরের কোনায় কোনায় রেখে দিন। এতেই ঘরের মশা দূর হয়ে যাবে।
- এছাড়া লেবুতে লবঙ্গ গেথেঁ ঘরের জানালায় রেখে দিলে ঘরে আর মশা ঢুকবে না।
নিম ও নারকেল তেল দিয়ে মশা তাড়ানোর উপায়ঃ
- নিমের তেল আর নারকেল তেল এক সঙ্গে মিশিয়ে গায়ে মেখে রাখবেন। তবে মশা আর আপনার কাছে আসবে না।
- এছাড়াও এটি ত্বকের জন্যও অনেক উপকারি। এ তেল অ্যালার্জি, ইনফেকশন জাতীয় অনেক সমস্যাও দূর করে।
পুঁদিনা গাছ দিয়ে মশা তাড়ানোর উপায়ঃ
- ছোট গ্লাসে পানি নিয়ে তার মধ্যে পুঁদিনা গাছ রেখে দিবেন।
- ৩ দিন পর পর পানি পরিবর্তন করে দিবেন।
- এ গাছ মশা দূরে রাখতে সাহায্য করে।
- এছাড়াও পুঁদিনা পাতা ছেঁচে পানিতে ফুটিয়ে পুরো ঘরে ছিটিয়ে দিলে মশা সব পালিয়ে যাবে।
টবে লেমন গ্রাস ব্যবহার করে মশা তাড়ানোর উপায়ঃ
- থাই লেমন গ্রাসে আছে ‘সাইট্রোনেলা অয়েল’ যা থেকে বের হয় একধরনের শক্তিশালী সুগন্ধ।
- এই সুগন্ধ কিন্তু মশাদের যম। মশারা এর কাছেও ঘেঁষে না।
- ফলে আপনার আশেপাশে লেমন গ্রাসের ঝাঁড় থাকলে মশারা আপনাকে খুঁজে পাবে না। আর লেমন গ্রাস দেখতেও কিন্তু মন্দ নয়।
- এমনসব স্থানে এসব গাছের টব রাখুন যেখানে সকাল বিকাল কিংবা রাতে পরিবারের অন্যদের নিয়ে কিংবা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা বা সময় কাটান। এভাবে থাকুন মশা মুক্ত।
নিশিন্দা ও ধুনোর গুড়ো দিয়ে মশা তাড়ানোর উপায়ঃ
- নিশিন্দা ও ধুনোর গুড়ো এক সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে আর মশা কাছে আসবে না।
হলুদ বৈদ্যুতিক আলো দিয়ে মশা তাড়ানোর উপায়ঃ
- মশা থেকে দূরে থাকতে চাইলে আপনি ঘরের লাইট হলুদ সেলোফোনে জড়িয়ে দিবেন। এতে ঘরের আলো হলুদ হবে।
- আর ঘরের মসা ও কমে যাবে। কারণ মশা হলুদ আলো থেকে দূরে থাকতে চায়।
- এলিইডি লাইট, হলুদ লাইট, সোডিয়াম লাইট থেকে মশা দূরে থাকে।
- এ লাইট জ্বালালে মশার আক্রমণ অনেক কমে যাবে।
চা-পাতা পোড়ান ব্যবহার করে মশা তাড়ানোর উপায়ঃ
- চা পাতা এক বার ব্যবহারের পর ফেলে না দিয়ে রোদে শুকাবেন। ওই চা পাতা পুড়িয়ে সারা ঘরে ধোঁয়া ছড়িয়ে দিবেন।
- এতে মশা ও মাছি সব পালিয়ে যাবে।
মশা তাড়ানোর আরো কিছু উপায়ঃ
- আপনি কাঠ কয়লার আগুনে নিম পাতা পুড়াতে পারেন। এটি ও মশা তড়াতে খুব উপকারি।
- জোরে ফ্যান চালিয়ে মশা দূর করতে পারেন। মসার উড়বার গতিবেগের থেকে ফ্যানের গতিবেগ বেশি হলে সেখানে মসা থাকে না। তাই হালকা মশার হাত থেকে রক্ষা পেতে জোরে ফ্যান চালিয়ে রাখুন।
- মশা গাড় রঙের প্রতি বেশি আকৃষ্ট হয়। তাই কালো, নীল, লাল কাপড় এড়িয়ে চলবেন। হালকা রঙের কাপড় পরে মশা থেকে দূরে থাকবেন।
- কর্পূর একটি বাটিতে রেখে পানি দিয়ে পূর্ণ করবেন। এবার এ বাটি আপনি ঘরের কোণায় কোণায় রাখবেন। এ পানি দিয়ে ঘরও মুছতে পারেন। এতে ঘর থেকে মশা দূর হবে আর পিপড়া থেকেও রক্ষা পাবেন।