যেভাবে তৈরি ও ব্যবহার করবেন হেয়ার প্যাক
৩ চা চামচ নারকেল তেল গরম করুন। সরাসরি চুলায় গরম করবেন না। একটি বড় পাত্রের গরম পানির মধ্যে বাটিতে নারকেল নিয়ে বসিয়ে দিন। গরম হয়ে যাবে ধীরে ধীরে। এক টুকরা আদা থেকে রস সংগ্রহ করে মেশান গরম নারকেল তেলের সঙ্গে। ১ চা চামচ ক্যাস্টর অয়েল মেশান। ৩ উপকরণ ভালো করে মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় ম্যাসাজ করুন। আগা থেকে গোড়া পর্যন্ত লাগাতে হবে হেয়ার প্যাকটি। সব চুল একসঙ্গে বেঁধে রাখুন। অপেক্ষা করুন ২ ঘণ্টা। মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।
আরও কিছু টিপস